নোয়াখালীতে ১ রোহিঙ্গা আটক
- মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস
- ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩০
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মোবাইল চুরি করার সময় রহিম উল্যাহ (৪০) এক রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বাংলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রহিম উল্যাহ কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শুক্রবার সকাল থেকে রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে মোবাইল নেয়ার সময় তিনি চিৎকার করে উঠলে স্থানীয়রা ওই রোহিঙ্গাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা মোবাইল চোরকে আটক করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনিব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা