২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাঙ্গলকোটে মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে ফজরের নামাজরত অবস্থায় আবুল খায়েরের (৮৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর জামে মসজিদে তার মৃত্যু হয়।

মৃত আবুল খায়ের ওই গ্রামের মরহুম সামশের আলীর ছেলে। তিনি নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক ছিলেন।

স্থানীয় সমাজ সেবক আবু তৈয়ব মজুমদার বলেন, ‘নিহত মাস্টার আবুল খায়ের সম্পর্কে আমার নানা। তিনি মসজিদে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতির সময় মৃত্যু বরণ করেন।’

মাস্টার আবুল খায়েরের ছেলে শাহ আলম বলেন, ‘প্রতিদিনের মতো বাবা মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতে যান। তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজের সুন্নাত আদায় করে ফরজ নামাজের আগে মসজিদে শুয়ে পড়েন, এ সময় তিনি মৃত্যু বরণ করেন।

দৌলতপুর জামে মসজিদ ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন বলেন, ‘মাস্টার আবুল খায়ের এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। তিনি প্রায় প্রতিদিন শেষ রাতে মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে বাড়িতে যেতেন। শুক্রবার তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি মসজিদে বিশ্রাম করেন। পরে তিনি পুনরায় অজু করে ফজরের সুন্নাত শেষে জামায়াত শুরু হওয়ার আগে মৃত্যু বরণ করেন।’


আরো সংবাদ



premium cement