২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মুষলধারে বৃষ্টি

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়াসহ থেমে থেমে ভারী বৃষ্টি শুরু হয়।

উপজেলার মায়ানী এলাকার নুর হোসেন জানান, ‘বৃহস্পতিবার দুপুরে থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।’

উপজেলার উপকূলীয় ডোমখালী ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় নৌকা, ট্রলার ঘাটে রয়েছে। অন্য সময়ের তুলনায় ঘাটে তেমন লোকজন দেখা যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন জানান, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হলেও মিরসরাই উপজেলায় তেমন ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করছি।’

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement