২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

চাঁদপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩ প্রাণি

চাঁদপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩ প্রাণি - সংগৃহীত

চাঁদপুরে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছে বিরল প্রজাতির তিনটি প্রাণি।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে প্রাণিগুলোকে নড়াচড়া করতে দেখে পথচারীরা। তারা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণিগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয় লোকজন তিনটি প্রাণি আটক করে। তবে মা-সহ আরো কয়েকটি প্রাণি পালিয়ে যায়। পরে আটক প্রাণিগুলো খাঁচায় বন্ধী করে রাখা হয়।

এগুলো দেখতে নানা পেশা ও নানা বয়সের মানুষ ভিড় করে। এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেউ বলছে গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল