২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ১ নারীর মৃত্যু

বন্য হাতির আক্রমণে হালিমা খাতুনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে হালিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার বটতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই নারী উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মরহুম সৈয়দ নূরের স্ত্রী।

হাতির আক্রমণে মৃত হালিমা খাতুনের বড় ছেলে মো: শাহাব উদ্দিন বলেন, ‘তার মা গোয়াপঞ্চক গ্রামের এক বাসিন্দার বাড়িতে বেড়াতে যান। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার মায়ের লাশ পাওয়া গেছে।’

এর আগে, ২২ সেপ্টেম্বর গভীর রাতে একই উপজেলার বৈরাগ ইউনিয়নের ভুয়া পঞ্চক আশ্রয়ন প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে বৈরাগ ইউনিয়নে উত্তর গুয়াপঞ্চক গ্রামের মরহুম মুজিবুর হকের ছেলে মো: কাশেম (৬০) ও পূর্ব বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মো: আক্তারের স্ত্রী রেহানা আক্তার (৩৮) নামে দু’জনের মৃত্যু হয়।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক বটতলী এলাকায় বন্য হাতির আক্রমণে হালিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সবাই জানত মৃত ওই নারী আত্মীয়ের বাড়িতে আছেন, কিন্তু সকালে জানতে পারেন তার মায়ের বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে।’


আরো সংবাদ



premium cement

সকল