নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ’লীগ নেতাকর্মীদের স্লোগান
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২১ অক্টোবর ২০২৪, ২০:১৯
নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দিয়েছেন। ৫ আগস্ট-পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মীদের এমনভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ট্রাক শ্রমিক মো: খোকন হত্যা মামলায় আদালতে শুনানির জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদলত প্রাঙ্গণে আওয়ামী লীগের ১০০-১৫০ জন নেতাকর্মী সমবেত হন। পরে শুনানি শেষে আদালত থেকে একরামুলকে কারাগারে নেয়ার সময় তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন তারা। ওই সময় নেতাকর্মীরা ‘একরাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’ বলে স্লোগান দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা