২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

কুমিল্লায় যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

- ছবি : প্রতীকী

কুমিল্লা বুড়িচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহার নামীয় দুজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে। এর আগে, রোববার রাতে গোপন সংবাদে জেলার সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আদনান হায়দার (৪০) ও তার সহযোগী মো: দুলাল (৩৮)। আজ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

র‍্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদে জেলার সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার ব্যক্তিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, গ্রেফতার দুইজনকে রোববার রাতে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে।


আরো সংবাদ



premium cement