২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা অফিসে দু’সাংবাদিক মাহবুবুর রহমান ও জিয়াউল আহসান সুজনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী মাহবুবুর রহমান এ মামলাটি দায়ের করেন।

মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্তকে আসামি করা হয়েছে।

জানা গেছে, মাহবুবুর রহমান দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য এবং জিয়াউল আহসান সুজন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি।

মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৭ অক্টোবর আমি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর পুলিশ মামলা নিতে গড়িমসি করে। অবশেষে তিন দিন পর পুলিশ মামলা রুজু করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম।

মো: কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে মামলা নেয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ে উপ-পরিচালক বরাবর তথ্য চেয়ে আবেদন ফরম জমা দিতে যান সাংবাদিক মাহবুবুর রহমান ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন। সেখানে উপ-পরিচালক (বীজ বিপণন) নুরুল আলমের সাথে তার কক্ষে কথা বলার সময় প্রতিষ্ঠানের স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্ত কক্ষে প্রবেশ করে হঠাৎ ভিডিও করা শুরু করেন। পরে সাংবাদিকেরা চাঁদা নিতে এসেছেন, এমন দাবি করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাকে চিৎকার-চেঁচামেচি ও ভিডিও করা বন্ধ করতে বলা হলে কর্মচারী মিরাজ হোসেন তাকে কিল-ঘুষি দিতে শুরু করেন। পরে মারধরের জন্য লাঠি নিতে মিরাজ কক্ষ থেকে বের হলে কক্ষে থাকা অপর সাংবাদিক রকিবুল আহসান দরজা বন্ধ করে দেন।

এ দিকে গত বৃহস্পতিবার ১৭ অক্টোবর উপ-পরিচালক নুরুল আলম এ ঘটনার ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দেন। চিঠিতে স্টোরকিপার মিরাজ হোসনকে তিন কার্যদিবসের মধ্যে 'এ ঘটনা কেন ঘটিয়েছেন' মর্মে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement