২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

পাসের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা এইচএসসি শিক্ষার্থীদের

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা - ছবি : নয়া দিগন্ত

পাসের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিমকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়েছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা।

রোববার (২০ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ও চেয়ারম্যানের কার্যালয়ের ভবনের ফটকে তালা দেয়।

জানা গেছে, ‘সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফেল করা শিক্ষার্থীরা সকাল থেকে বোর্ডে ঢুকে পড়ে। বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম শিক্ষার্থীদের দেয়া লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদের আশ্বাস দেন। তারা এই আশ্বাস মেনে ফটকে এলে নিচে অবস্থানরত শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। তারা আজ, এখনই সবার পাসের ফলাফল পেতে চান বলে জানিয়ে দেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা প্রধান ফটকে অবস্থান করছেন।

এদিকে শিক্ষার্থীরা ফটক আটকে রাখায় বিপাকে পড়েন কুমিল্লা শিক্ষাবোর্ডের সোনালী ব্যাংক শাখা ও বোর্ডে সেবা নিতে আসা গ্রাহকরা।

শিক্ষার্থী আলামিন হোসেন বলেন, ‘অনেকে সাতটা সৃজনশীল লিখে পেয়েছে ৩ নম্বর। আমি ফেল করার ছাত্র না। তাও ফেল দিয়েছে। এটা বৈষম্য। আমাদের বলা হচ্ছে, আবার ফলাফলের জন্য আবেদন করতে। আমরা কেন ১৫০ টাকা খরচ করব। আমরা আজই ফলাফল চাই।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বলেছি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে। আমরা দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাব। কিন্তু শিক্ষার্থীরা তা না শুনেই ফটকের সামনে বসে আছে। তারা সবাই পাস চায়।’


আরো সংবাদ



premium cement
নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ডেন্টালের সভাপতি ডা: পরিমল মহাসচিব ডা: কবির বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময় বায়তুল মোকাররমে হামাস প্রধান সিনওয়ারের গায়েবানা নামাজে জানাজা পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সাথে ডিবিএর বৈঠক আজ মোহাম্মদপুরে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ মুফতি রেজাউল হককে অব্যাহতি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান গণতান্ত্রিক ঐক্যের সাশ্রয়ী মূল্যে দুধ গোশত জোগানে খামারিদের সহায়তা জরুরি স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও এমপি ইকবালুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল

সকল