২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

চকরিয়ায় ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আবারো বিক্ষোভ

চকরিয়ায় ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

চকরিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জনগণের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে চকরিয়ায় ফৌজদারি আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীর অপসারণ ও বিচারের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে সচেতন নাগরিক সমাজ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

চকরিয়া কোর্টের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ চকরিয়া শাখার নেতা সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক। বক্তব্য দেন উপজেলা নাগরিক সমাজের সদস্য অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, আবদুর রহিম, এম গিয়াসউদ্দিন, এ এম ওমর আলী, সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান।

উল্লেখ্য, ৫ আগস্টের পর চকরিয়ায় টানা ৪০ দিনের মধ্যে ৪৫টি নালিশি আবেদন এফআইআর হিসেবে নিতে চকরিয়া থানাকে নির্দেশ দেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। যেসব আবেদনে বেশিভাগ আসামি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। ফলে বিচারিক আদালতের এমন আদেশকে বিএনপি-জামায়াত দমনের আদেশ আখ্যা দেন সচেতন নাগরিক সমাজ। এ নিয়ে আগেও আদালতের সামনে মানববন্ধন করে স্থানীয় জনতা।

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা নাছির উদ্দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার দিবাগত রাতে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে সাইবার এ্যাক্টে চকরিয়া থানায় মামলা করেন।

মামলা রেকর্ড হওয়ার খবর প্রকাশ পেলে আবারো বিক্ষোভে ফেটে পড়ে জনতা। ক্ষুব্ধ জনতার দাবি, ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী জনগণের বিরুদ্ধে মামলা দিয়ে জনগণ ও আদালতকে মুখোমুখি করেছে। অবিলম্বে তাকে প্রত্যাহারের এবং জনগণের সাথে ক্ষমতার অপব্যবহার করায় শাস্তির দাবি করেন উপস্থিত জনতা।


আরো সংবাদ



premium cement
নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ডেন্টালের সভাপতি ডা: পরিমল মহাসচিব ডা: কবির বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময় বায়তুল মোকাররমে হামাস প্রধান সিনওয়ারের গায়েবানা নামাজে জানাজা পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সাথে ডিবিএর বৈঠক আজ মোহাম্মদপুরে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ মুফতি রেজাউল হককে অব্যাহতি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান গণতান্ত্রিক ঐক্যের সাশ্রয়ী মূল্যে দুধ গোশত জোগানে খামারিদের সহায়তা জরুরি স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও এমপি ইকবালুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল

সকল