‘নাগরিক সেবা পৌঁছে দিতে ইউপি জনপ্রতিনিধিদের বিকল্প নেই’
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২০ অক্টোবর ২০২৪, ১৬:৪৭
পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষাসহ নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের নাগরিকরা।
রোববার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সুশীল সমাজের নাগরিকরা মনে করেন, সাম্প্রতিক সময়ে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করলে নাগরিকদের সুযোগ-সুবিধা পেতে চরম ভোগান্তি পোহাতে হবে।
তৃণমূল পর্যায়ে মানুষের ভরসাস্থল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করে প্রশাসক ও শিক্ষক নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করা হলে এ দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের সেবা পেতে অসুবিধা হবে।
তারা বলেন, এ অবস্থায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে অর্ন্তবর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দিবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ নাগরিক সমাজের ব্যক্তিরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা