বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াদ চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২০ অক্টোবর ২০২৪, ০০:০৮
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ পটিয়ার মেধাবী ছাত্র ইমরানুল হক চিকিৎসার অভাবে গত আড়াই মাস যাবৎ কাতরাচ্ছেন।
আজ শনিবার ছেলের পরিস্থিতি জানাতে গিয়ে অঝোরে কাঁদছিলেন রিয়াদের বাবা আহমদ নবী।
গত ৫ আগস্ট নগরীর বহদ্দারহাটে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরানুল হক রিয়াদ।
অর্থাভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরেও নিয়ে যেতে পারছে না পরিবারের সদস্যরা। ৫ আগস্ট আন্দোলন চলাকালে শরীরের বিভিন্ন স্থানে ৩৯টি গুলিবিদ্ধ হয় রিয়াদের। এর মধ্যে ৩৩টি গুলি বিভিন্নভাবে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বের করতে পারলেও টাকার অভাবে উন্নত চিকিৎসার মাধ্যমে তার মাথা, চোখ, নাক ও মুখে ছয়টি ছররা গুলি নিয়ে দীর্ঘ আড়াই মাস ধরে মারাত্মক শারীরিক যন্ত্রণা নিয়ে ঘরেই কাতরাচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, রিয়াদের স্পর্শকাতর জায়গায় গুলি থেকে যাওয়ায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
ইমরানুল হক রিয়াদের চাচা রবিউল আলম বাদশা নয়া দিগন্তকে জানান, রিয়াদের বাবার পক্ষে রিয়াদের উন্নত চিকিৎসা করা একেবারেই অসম্ভব।
উল্লেখ্য, ইমরানুল হক রিয়াদ চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর হরিণখাইন গ্রামের আহমদ নবীর ছেলে। ইমরানুল হক রিয়াদ নগরীর নোমান কলেজের অনার্স চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা