২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার

মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার বালুর মাঠে অভিযান চালিয়ে মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, বিজিবি-এর জেসিও নম্বর ৯৪৬৯ এর নায়েক সুবেদার মো: উদ্দিস চাকঢালা বিওপি থেকে ৭০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বালু ছড়া নামক স্থানে মিসাইলের পরিত্যক্ত ধ্বংসাবশেষের খোঁজ পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ওই ধ্বংসাবশেষ চাকঢালা বিওপিতে নিয়ে যাওয়া হয়।

এটি মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ফায়ার করা মিসাইলের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লেফট্যানেন্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, উদ্ধার হওয়া মিসাইল ধ্বংসাবশেষ মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ফায়ার করা মিসাইলের ধ্বংসাবশেষ হতে পারে।

তিনি বলেন, বিজিবি নাইক্ষ্যংছড়ি সীমান্তে সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সবসময় তৎপর রয়েছে।


আরো সংবাদ



premium cement