২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলায় আ’লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় আক্তার হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রাম থেকে আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আক্তার হোসেন ওই গ্রামের মরহুম সৈয়দ হোসেনের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বিল্লাল হোসেন জানান, ‘আটক আক্তার হোসেনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।’

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ক্ষমতার পটপরিবর্তনর পর আহতরা বিস্ফোরক আইনে পাঁচটি পৃথক মামলা করে। আক্তার হোসেন এসব মামলার এজাহারভুক্ত আসামি।


আরো সংবাদ



premium cement