‘অন্তবর্তী সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে, যা জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে’
- সাইফুল ইসলাম, নাঙ্গলকোট (কুমিল্লা)
- ১৯ অক্টোবর ২০২৪, ১৫:২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহা. তাহের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যা জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘সংস্কারের জন্য বছরের পর বছর সময় চাইবেন। জনগণ এটা গ্রহণ করবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করতে হবে। না হয় জনগণ এটা ভালোভাবে গ্রহণ করবে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আগামী নির্বাচনে আনুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছি। তিন শ’ আসনে প্রতীক এবং দলের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যে দল প্রতীক এবং ভোটের ভিত্তিতে পাস করবে, তাকে সেভাবে আসন দিতে হবে। অনুপাতিক হারে নির্বাচন হলে সত্যিকার মানুষের গণতন্ত্র ফিরে আসবে। আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি এ তিনজনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহা. তাহের আরো বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগষ্টে সারাদেশে যে গণহত্যা হয়েছে তার বিচার করতে হবে। গণহত্যার সাথে যারা এবং যে দল জড়িত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যেমে খুঁজে বের করে অবিলম্বে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া যারা জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল ক্রাইম করেছে। তাদের বিরুদ্ধেও আমরা হত্যা মামলা করার সিদ্ধান্ত নিয়াছি। তাদের হত্যার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে। দেশে আইনের শাসন কায়েম হলে অপরাধ কমে যাবে।
নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো: ইয়াছিন আরাফাত, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াত আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, সেক্রেটারি সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির মুহাম্মদ ইসহাক খন্দকার, নাঙ্গলকোট পৌরসভা আমির মাওলানা এস. এম মহিউদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা