২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা

- ছবি : নয়া দিগন্ত

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় মো: ফিরোজ খান (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মো: ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

সূত্রে জানা গেছে, ফিরোজ রাজনীতির শুরুতে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রায়হান গ্রুপের সাথে রাজনীতি করতেন। পরে রায়হান গ্রুপ ছেড়ে ইসলাম বাহিনীর প্রধান সাইদুল ইসলামের গ্রুপে যোগ দেন। তখন তাদের মধ্যে এ নিয়ে মতবিরোধ দেখা দেয়। পরে তিনি গ্রুপিং রাজনীতির স্বীকার হয়ে একাধিকবার জেলও খেটেছেন। সরকার পরিবর্তনের পর ফিরোজ নিজের বাড়িতে না থেকে লালানগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।

সূত্রে আরো জানা গেছে, গতকাল শুক্রবার রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোশদারী দল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ফুফাত ভাই মোশারফের দাবি, যুবলীগ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান যুবলীগ নেতা ফিরোজ হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় চারটি ডাকাতি এবং দু’টি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement