১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

দুই যুগ পর চন্দনাইশে জামায়াতের সম্মেলন

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা - ছবি : নয়া দিগন্ত

প্রায় দুই যুগ পর শুক্রবার (১৮ অক্টোবর) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ইনসাফভিত্তিক বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই জামায়াতের মূল লক্ষ্য।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিতে ও সাবেক শিবির নেতা হাসান শহীদের সঞ্চালনায় আয়োজিত বিশাল এই কর্মী সমাবেশে দরসে কোরআন পাঠ করেন চন্দনাইশ পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, পৌরসভা জামাতের আমির কাজী কুতুব উদ্দিন, কাজী আহসান সাদেক পারভেজ, মাওলানা আব্দুল খালেক নিজামি ও ইঞ্জিনিয়ার নুরুল কাদের প্রমুখ।


আরো সংবাদ



premium cement