১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

মিরসরাইয়ে ফিল্মি স্টাইলে রেস্টুরেন্ট লুটের অভিযোগ

তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফিল্মি স্টাইলে একটি রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরসরাই পৌর সদরে অবস্থিত মিরসরাই ক্যাফেতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় রেস্টুরেন্টে থাকা কাস্টমারদের মারধর ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।

রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় মাস্ক পরিধান করে পনের থেকে বিশজনের একটি দল রেস্টুরেন্টে প্রবেশ করে এলোপাতারি ভাঙচুর করতে থাকেন। তাদের হাতে লাঠিসোটা ও চাইনিজ কুড়াল ছিল। তারা ক্যাশবাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা, কাস্টমারদের থেকে তিনটি মোবাইল ফোন ও কম্পিউটার হার্ডডিস্ক খুলে নিয়ে যান।’

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় রেস্টুরেন্টে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মিরসরাই ক্যাফে নামের একটি রেস্টুরেন্ট লুটের ঘটনা ঘটেছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এখনো লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement