২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে গণহত্যা মামলায় আ’লীগ নেতাদের জামিন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানে জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের জামিন দেয়ায়, বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারের এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে, বুধবার আসামিরা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় একাধিক আসামিদের জামিন দিয়েছে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতে ক্ষোভ প্রকাশ করছি আমরা ছাত্র সমাজ। ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি, আর এ সময় আসামিদের জামিন দেয়ার বিষয়টি ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল।

বক্তারা আরো বলেন, যেখানে উচ্চ আদালতে এসব মামলার আসামিদের জামিনের দরখাস্ত গ্রহণ করেনি, সেখানে বান্দরবানে সদ্য নিয়োগ প্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে আদালতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছাত্রসমাজের মামলার গ্রেফতারদের একাধিক আসামিদেরকে জামিন দিয়েছেন এবং মামলার অন্য আসামিদের অতি দ্রুত জামিন করবেন বলে আদালতে বক্তব্য প্রদান করেন। যা খুবই দুঃখজনক।

তারা আরো বলেন, তারা জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা বিচারকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেবো।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বৈষম্যবিরোধী ছাত্ররা হামলার ঘটনায় বান্দরবানে দু’টি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত আসামি আবু তৈয়ব চৌধুরী ও মোশারফ হোসেনকে জামিন দিয়েছে আদালত এবং অপর একটি মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীকেও জামিন দেন আদালত।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement