১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

টেকনাফে ১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লাখ

আবুল কাশেম লালুর বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয় - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় এ আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ টিম এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ের মধ্যে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্তরা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন, উলুবনিয়া এলাকায় ১১টি বাড়ি পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।


আরো সংবাদ



premium cement