১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

প্রতিমা বিসর্জনে সমুদ্রে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গতকাল বিকেলে প্রতিমা বিসর্জনে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থী প্রবাল কান্তি দের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত প্রবাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী পলাশ কান্তি দের ছেলে।

জানা গেছে, রোববার দুপুরে হরিপুর পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনে অংশ নিতে অন্যদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়েছিল প্রবাল। বিসর্জনের সময় প্রতিমা ধরে সমুদ্রে নামে, সবাই ফিরে এলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুনায়েদ হোসেন জিকু জানান, ‘প্রবাল নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার এবং স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেন। অবশেষে রাত ৩টার দিকে কবিতা চত্বর পয়েন্টে এক শিশুর লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন, সেটি নিখোঁজ প্রবালের লাশ।’

তিনি আরো জানান, ‘প্রশাসন সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। প্রবাসী বাবা ওমান থেকে দেশে পৌঁছানোর আগ পর্যন্ত লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ফ্রিজে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা জিকু দাস নিখোঁজ প্রবালের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবালের চাচা বিপ্লব কান্তি দে জানান, ‘রোববার দুপুরে ভাতিজা প্রবাল পূজা মণ্ডপ থেকে প্রতিমাবাহী পিকআপ গাড়িতে চড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে সবার সাথে সমুদ্রে নামে প্রবাল, তবে আর ফিরে আসেনি।’


আরো সংবাদ



premium cement
আলেম-ওলামারা হলেন সমাজের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা তিন সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে সংস্কার কমিশন মান্দায় ট্রাক্টরচাপায় ভ্যানচালক নিহত আত্রাইয়ে ১০২৫ পিস এ্যাম্পুল উদ্ধার, গ্রেফতার ৩ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ কুড়িগ্রামে পাউবোর প্রকৌশলীর অপসারণ ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩৩ লাখ টাকার বেশি জরিমানা করেছে ডিএমপি মানিকগঞ্জে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশের ব্যাখ্যা দিলেন আবদুল মুয়ীদ ‘আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত হতে দেয়া হবে না’ তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সকল