২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১১ ঘণ্টা ধরে জাহাজে আগুন জ্বলছে, ৩২ জনকে জীবিত উদ্ধার

- ছবি : বিবিসি

কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১১ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

শনিবার রাত পৌনে ১টার দিকে এলপিজি বহনকারী জাহাজ ‘সুফিয়া’ কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধার কাজ শুরু করে।

আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে।

তবে, কিভাবে ওই জাহাজে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি কর্মকর্তাদের কেউ।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি দুপুর পৌনে ১২টার দিকে বিবিসিকে জানান, ‘দুপুর পৌনে ১২টা পর্যন্ত আগুনের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব হলেও, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাহাজটির ভিতরে এখনো আগুন জ্বলছে।’

তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি।

এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল