কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু
- কুমিল্লা প্রতিনিধি
- ১২ অক্টোবর ২০২৪, ২০:০৪
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আপন রবি দাস (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) কুমিল্লা শহরতলীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল।
রবি দাস চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রবিসহ তার সাথের অনেকেই চাপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় কাজের সন্ধানে এসেছেন। প্রতিদিন কুমিল্লার শাসনগাছা এলাকায় তারা কাজের যাওয়ার জন্য অপেক্ষা করেন। আজও তাই করছিলেন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাচ্ছিল। এ সময় রবি দাসসহ সবাই রেললাইনেই দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের হর্ন দিতে থাকলে সবাই লাইন থেকে সরে যান। কিন্তু রবি লাইনেই দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি বার বার হর্ন দিতে থাকলে সবাই রবি দাসকে ডাকতে থাকেন। কিন্তু রবি তাতেও কর্ণপাত করেননি।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মারা গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা