ফেনীতে ১৬ বছর পর জামায়াতের রুকন সম্মেলন
- ফেনী অফিস
- ১২ অক্টোবর ২০২৪, ১৮:৫৪
ফেনীতে ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক নজরুল ইসলাম খাদেম।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নির্বাচন পরিচালক নজরুল ইসলাম খাদেম বলেন, ‘প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা ব্যর্থ করার চেষ্টা বরদাশত করা হবে না। ফ্যাসিস্ট সরকারকে পুনর্বহালের চেষ্টা করা হলে জামায়াত-শিবির নেতাকর্মীরা তা রুখে দিবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সংস্কারের জন্য জামায়াতের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।’
জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম জানান, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ সময় সাড়ে এক হাজার ৪০০ নারী ও পুরুষ রুকন উপস্থিত ছিলেন।
জেলা আমির একে এম শামছুদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। রুকনদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে জেলা জামায়াতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খাদেম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা