২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমিরাতে মাঙ্কিপক্সে মারা যাওয়া চৌদ্দগ্রামের প্রবাসীর দাফন সম্পন্ন

- ছবি : নয়া দিগন্ত

সংযুক্ত আরব আমিরাতের সারজাহ’য় ভাইরাস রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের প্রবাসী কামাল হোসেনের (৩৮) লাশ দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

কামাল হোসেনের পরিবার এবং স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানায়, ছয় থেকে সাত বছর আগে জীবিকার তাগিতে কামাল হোসেন সংযুক্ত আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর ভাইরাস রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে তিনি সেখানে মারা যান।

কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, কামাল হোসেন সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর মারা যান। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ ঢাকা বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে লাশ এনে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া টিপু বলেন, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের সারজাহ’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াছে রোগ। যার কারণে মৃত্যু হতে পারে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল