ব্রাহ্মণবাড়িয়ার কৃষকলীগ নেতা হামদু চট্রগ্রাম থেকে গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ১০ অক্টোবর ২০২৪, ২১:০৯
ব্রাহ্মণবাড়িয়ার কৃষকলীগ নেতা হামিদুর রহমান ভূইয়াকে (হামদু) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্হপতিবার (১০ অক্টোবর) বিকেলে তাকে চট্রগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আনা হয়।
তিনি সদর উপজেলার চিনাইর এলাকার জিল্লুর রহমান ভূইয়ার ছেলে। হামদু এলাকায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর ক্যাশিয়ার বলে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে চট্রগ্রাম এলাকার চকবাজার এলাকা থেকে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। তাকে আটক করার জন্য বিভিন্ন স্থানে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও গুম ও বিস্ফারক আইনসহ মোট চারটি মামলা রয়েছে। তিনি এসব মামলার এজহারভুক্ত আসামি। আমরা তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে পাঁচ দিনের রিমান্ড জন্য আবেদন করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা