০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

একদিন পর বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশ বুঝে নেয় বিজিবি - ছবি : সংগৃহীত

কুমিল্লা সীমান্তে গুলি করে হত্যার একদিন পর বাংলাদেশী যুবক কামাল হোসেনের (৩৩) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। রাত ৯টার দিকে লাশ বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কামাল হোসেন উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১০ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ইফতেখার হোসেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তারা ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের লাশ তুলে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো: ইফতেখার হোসেন জানান, কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কামালের লাশ পতাকা বৈঠক শেষে রাত ৯টার দিকে বিএসএফের কাছ থেকে বুঝে নিয়েছেন বিজিবি। এ সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাতসহ বিজিবির এক প্রতিনিধিদল এবং থানা পুলিশ উপস্থিত ছিল। পরে সব আনুষ্ঠানিকতা শেষে কামাল হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল