০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

‘দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

‘দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’ - ছবি : নয়া দিগন্ত

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। তিনি বলেন, যেকোনো আইনি সহায়তার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নিগার সুলতানা বলেন, দুর্গোৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত। কেউ যদি কোনো পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে দেবিদ্বার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, আমরা সবাই বাংলাদেশী। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সবসময় পাশে আছি।


আরো সংবাদ



premium cement