‘চাঁদাবাজি নিয়ে আমরা সবাই চিন্তিত’
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৭
পাহাড়ে চাঁদাবাজি নিয়ে আমরা সবাই চিন্তিত বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মুরগী বিক্রি করলে চাঁদা দিতে হয়। কলা বিক্রি করলে চাঁদা দিতে হয়। চাঁদা দেয়া থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, এখানে যারা সাধারণ পাহাড়ি-বাঙালি আছে তাদের মাঝে কোনো বিরোধ নেই। যারা এখানে সঙ্ঘাতের সৃষ্টি করছে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। যারা সাম্প্রদায়িক সঙ্ঘাত ঘটিয়েছে তারা এ এলাকারই। এরা সংখ্যায় খুবই কম, এদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ১০ টন খাদ্য সামগ্রী তুলে দেন উপদেষ্টা।
সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোছা: লুতফুর নাহার শারমিন, ওসি জাকারিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, ধর্মজ্যোতি চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা