মাঠ থেকে পুঁতে রাখা রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার
- হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)
- ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পশ্চিমপাড়া মেরিন ড্রাইভের পাশে খালি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ বলছে, মানব পাচারকারীরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গার দল নিয়ে আসে। এ সময় তাদের সাথে থাকা স্বর্ণ ও টাকা লুটপাট করে। এতে ওই রোহিঙ্গা নারী মৃত্যু হলে তার লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মেরিন ড্রাইভের পাশে মাটির নিচ থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা লাশটি পুঁতে রেখেছে। ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজন দালালের নাম পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছি।’
ওসি আরো বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি চলছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল গফুর বলেন, ‘পাহাড়ি মানবপাচারকারীরা প্রতিনিয়ত রোহিঙ্গা পারাপার করছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার নৌকায় রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার থেকে সৈকত দিয়ে প্রবেশ করে। সে সময় ওই রোহিঙ্গা নারীর মৃত্যু ঘটনা ঘটে বলে শুনেছি। তখন নৌকায় থাকা বেশ কিছু রোহিঙ্গার স্বর্ণ ও টাকা লুটপাট চালায় মানবপাচারকারীরা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা