ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চবি শিক্ষার্থীদের লাল ব্যাজ ধারণ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ অক্টোবর ২০২৪, ২২:১৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের লাল ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকালে ক্লাস শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
এ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের রক্তিম শুভেচ্ছা ও স্বাগত জানান।’
চবি ভিসি বলেন, ‘আজকের এই দিনটি আমাদের জন্য অন্যরকম একটি দিন। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীরা স্বস্তির সাথে মুক্ত পরিবেশে ক্যাম্পাসে পদচারণার সুযোগ পেয়েছেন। অভিভাবকরা নির্ভয়ে-নির্বিঘ্নে তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও বিধ্বস্ত অবস্থায় বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়। খুব অল্পসময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে দীর্ঘদিন পর সশরীরে ক্লাস চালু করা সম্ভব হয়েছে।’ এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।‘
চবি ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুর রহমানের সঞ্চালনায় শহীদদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা, দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শহীদুল হক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা