২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাগড়াছড়িতে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ

খাগড়াছড়িতে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে আজ রোববার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সঙ্ঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল বাতেন মৃদা, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি এইচ.এম. প্রফুল্ল, শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সদর উপজেলা নেতা মাওলানা তরিকুল ইসলাম, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসাসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

বক্তরা বলেন, পাহাড়ে আগেও যেমন আমরা পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করে এসেছিলাম তেমন আমরা ভবিষ্যতে একসাথে থাকতে চাই। আমরা পাহাড়ে শান্তি চাই। অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে পাহাড়কে গড়ে তুলতে সবাইকে এক হতে হবে। তৃতীয় পক্ষকে পায়তারা করার সুযোগ দেয়া যাবে না। এখানে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। থাকবে না কোনো হানাহানি, বৈষম্য ও সাম্প্রদায়িক সহিংসতা। সকলে মিলে অপশক্তির বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিসহ শান্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।


আরো সংবাদ



premium cement