চৌদ্দগ্রামে হত্যা মামলায় যুবলীগ নেতা রিপন গ্রেফতার
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৬ অক্টোবর ২০২৪, ১৯:৫৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে বাসে আগুন লাগিয়ে ঘুমন্ত আট যাত্রীকে হত্যার ঘটনায় পৌর যুবলীগ নেতা ফরাশ উদ্দিন রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আক্তার উজ জামান। এর আগে শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিপন পৌর এলাকার চান্দিশকরা গ্রামের মরহুম ডা. সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় আইকন পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুনে আট যাত্রী নিহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আইকন পরিবহনের পরিচালক আবুল খায়ের কুমিল্লার আদালতে সাবেক এমপি মুজিবুল হকসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যামামলা করেন। মামলার ১১৩ নম্বর আসামি প্রভাবশালী যুবলীগ নেতা ফরাশ উদ্দিন রিপন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আক্তার উজ জামান বলেন, ‘শনিবার আদালতের মাধ্যমে আটককৃত রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা