গণহত্যায় ফেনীর ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা
- ফেনী অফিস
- ০৫ অক্টোবর ২০২৪, ১৮:০৪
গত ৪ আগস্ট গণআন্দোলনে শহীদ হওয়া ফেনীর তিন ছাত্র-জনতার পরিবারকে নগদ এক লাখ টাকা করে পুনরায় আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (৫ আগস্ট) ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের ইসতিয়াক আহমদ শ্রাবন, দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের সরোয়ার জাহান মাসুদ ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের জাকির হোসেন সাকিবের পরিবারকে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে দলের পক্ষ থেকে সহায়তার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় জামায়াতের জেলা আমির এ কে এম শামছুদ্দীন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নান ছাড়াও সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, প্রচার সেক্রেটারি আ ন ম আবদুর রহীম, ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ সাথে ছিলেন।
নেতৃবৃন্দ শ্রাবণ, মাসুদ ও সাকিবের কবর জিয়ারত করেন। একইসাথে আগামীতেও পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, ৪ আগস্ট গণআন্দোলনে ফেনী শহরের মহিপালে গণহত্যা এবং ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ হওয়া ফেনীর ১৪ জন বাসিন্দার পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। ইতোপূর্বেও প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে দেয়া হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা