০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

পাহাড়চূড়ায় ভাসছে ‘জাহাজ’ রামুর স্বপ্নতরী পার্ক

- ছবি : নয়া দিগন্ত

দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ে ভাসছে সমুদ্রগামী জাহাজটি। সেই জাহাজের চার ধারে সবুজ প্রকৃতি, হরেক রঙের ফুল। রয়েছে শিশুপার্কও। এই জানা-অজানা মানুষ সারাদিন ঘুরে বেড়ান, রয়েছে রাতযাপনেরও ব্যবস্থা।

পর্যটন শহর কক্সবাজারের পাহাড়েই ছুটে চলছে চারতলা বিশিষ্ট জাহাজ স্বপ্নতরী! কী আশ্চর্য পাহাড়েই জাহাজ। স্বপ্ন বা কল্পনা নয় যা দূর থেকে দেখে সত্যিই মনে হবে পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছে বিশাল জাহাজ স্বপ্নতরী।

তবে এর বাস্তবতা ভিন্ন। দেশী-বিদেশী পর্যটকদের বাড়তি আনন্দের জন্য রামু উপজেলা প্রশাসন তৈরি করেছে ‘স্বপ্নতরী পার্ক’ নামে এই এক অন্যরকম বিনোদন কেন্দ্র। যা দেখতে প্রতিদিন ভ্রমণপিপাসু পর্যটকসহ স্থানীয়রা আসছেন।

জানা গেছেম রামু উপজেলার জোয়ারিয়া নালার প্রবেশদ্ধারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ব্যতিক্রম এই পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোক্তা বিদায়ী রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি এক সময়ে পাহাড় কাটার অভিযানের সময় এটি রক্ষার কথা ভাবতে গিয়েই এখানে পার্ক করার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন থেকেই গড়ে তোলা ‘স্বপ্নতরী পার্ক’। সাগরে ভাসমান নয় সবুজ পাহাড়ের চূড়ায় সাগরের এক ব্যতিক্রমী জাহাজ।

সৈকতে বালিয়াড়ী থেকে এটির দূরত্ব ২২ কিলোমিটার। দৃষ্টিনন্দন এ জাহাজটি দেখে নজর কাড়বে যে কারোর। এখানে প্রায় তিন একর জায়গা জুড়ে ওই জাহাজের নামে গড়ে তোলা হয়েছে ‘স্বপ্নতরী পার্ক’। তার চারপাশ জুড়ে রয়েছে সবুজের হাতছানি। মনোরম পরিবেশে গড়ে উঠা স্বপ্নতরী পার্কে দিন দিন বাড়ছে পর্যটকসহ স্থানীয় নারী-পুরুষ ও শিশুদের ভিড়। ফলে পর্যটন খাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। এখানে শিশু-কিশোদের বিনোদনের ব্যবস্থাসহ ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য রয়েছে রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থাও। পার্কটিতে বৈদ্যুতিক কেবল কার স্থাপন ও পর্যটন লেক গড়ে তোলা হলে এটি পুরোপুরি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ নিবে।

কক্সবাজারের রামুর রশিদ নগর ইউনিয়র ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, ‘রশিদ নগর ইউনিয়নে পরিচিতির কোনো পর্যটন স্পট ছিল না, এখানে স্বপ্নতরীটি নির্মাণ করায় আমরা ভীষণ খুশি।’

স্থানীয় নবী আলম জানান, ‘এটি আমাদের রশিদনগর তথা রামুবাসীর জন্য একটা বড় পাওয়া। এখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় ও দেশী পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে এটি পুরোপুরি চালু হলে দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশীরা ও ভিড় করবেন।’

স্বপ্নতরী পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমেল আহমেদ বলেন, ‘কক্সবাজারে পর্যটকদের বিনোদন শুধু সমুদ্রকে ঘিরে। এখানে পাহাড় কেন্দ্রিক তেমন বিনোদন ব্যবস্থা নেই। তাই এ পার্ক কক্সবাজারের পর্যটন খাতকে আরো এক ধাপ এগিয়ে নেবে।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম বলেন, ‘পর্যটকরা সাগরের পাশাপাশি পাহাড়ে বিনোদনের মাত্রা বাড়াতে এ পার্কটির যাত্রা। ফলে সাগরের পাশাপাশি পাহাড় দেখেও আনন্দিত হবেন ভ্রমণ পিপাসু পর্যটকসহ স্থানীয়রা।’

তিনি আরো বলেন, ‘কক্সবাজারে পর্যটকরা সাগর এবং পাহাড় দেখতে আসেন। কিন্তু পাহাড়ের চেয়ে সাগর উপভোগ করে বেশিরভাগই চলে যান। তাই পাহাড়ে বিনোদনের মাত্রা হিসেবে এই পার্কটি করা হয়েছে। ফলে সাগরের পাশাপাশি পাহাড় দেখেও ভ্রমণ পিপাসুরা আনন্দ পাবেন।’


আরো সংবাদ



premium cement
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবুর রহমান মাস্টার আর নেই গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত গণহত্যায় ফেনীর ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা ঘরমালিকের স্ত্রীকে নিয়ে পালাল রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ! সিলেটে সড়কে মৃত্যুর মিছিল, ২ মাসে ৪০ জন নিহত পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দু’দেশের সম্পর্কে কী প্রভাব পড়তে পারে? দেশে আট মাসে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি দেশ সেরা পুরস্কার পাচ্ছে ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদ ভারতের রাজনীতিতে ‘বাংলাদেশীদের’ যেভাবে অবজ্ঞার পাত্র বানানো হলো সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানকে বাদ দিলো রাশিয়া ‘ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে’

সকল