২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রামুর রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের গ্রেফতার

রামুর রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের রামু উপজেলার বহুল আলোচিত ব্যবসায়িকে নুরুল আলম ছিদ্দিকী রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে রামু থানা পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাবের সহায়তায় তাকে আটক করে সন্ধ্যায় তাকে থানায় আনা হয়।

গ্রেফতারর মোতাহের হোসেন (৫৭) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।

গত ৩১ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের নুরুল আমিনের ছেলে নুরুল আলম ছিদ্দিকী রাশেদকে (৫০) নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রামু থানায় মামলা করেন নিহত নুরুল আলম সিদ্দিকী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন। এ ঘটনার এক মাস চার দিন পর ধরা পড়লেন মামলার প্রধান আসামি মোতাহের হোসেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, রামু থানা পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শুক্রবার সকালে র‌্যাবের সহায়তায় রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের হোসেনকে গ্রেফতার করেছে। তিনি এ ঘটনায় সরাসরি জড়িত। বিজ্ঞ আদালতে তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে। এছাড়া জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান

সকল