সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অপহরণ মামলা
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৪ অক্টোবর ২০২৪, ২১:০৭
চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। ওই মামলায় আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা এরশাদ নাবিল খান এ মামলা করেন।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মো: মনির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর এপিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এসএম আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্তী, আইয়ুব আলী, সগীর আজাদ, সাবেক রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ, আব্দুল আজিজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল, ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস, চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল। এছাড়া মামলায় অজ্ঞাত আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক মো: মনির হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা