০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো: সানজিদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো: খালেদ হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন নিহতের ফুপা মিলন হোসেন মাস্টার। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্র ও নিহতের ফুফা গুইবতী হাইস্কুলের শিক্ষক মিলন হোসেন মাস্টার জানান, গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়িতে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪ নম্বর লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখে রেললাইনের উপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় (স্টেশনের ২ নম্বর লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের অপর একটি ট্রেনের মুখে পড়ে যান সানজিদ। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন, স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement