ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা আবু নছরের দাফন সম্পন্ন
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ০৩ অক্টোবর ২০২৪, ২০:২৫, আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১৫:৫২
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, নবীনগর কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবু নছরের দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার লাশ উপজেলার দৌলতপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মা, স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
মাওলানা আবু নছর ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দ্বীনের দা’য়ী। তার জানাজায় হাজারখানেক মুসল্লি অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন নিজের মেয়ের জামাতা।
জানাজার আগে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন আকন্দ, নবীনগর উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, নবীনগর কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা