২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

- ছবি : প্রতীকী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বজ্রপাতে পাকলু মাঝি (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পাকলু মাঝি উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলু মাঝিসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছালে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু মাঝি ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সঙ্গে থাকা অপর দুই জেলে সামান্য আহত হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুজ্জামান জানান, ‘বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।’


আরো সংবাদ



premium cement