খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা : তদন্ত কমিটির কাজ শুরু
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৯
দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংগঠিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রোববার জেলার দীঘিনালায় গত ১৯ সেপ্টেম্বর সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু করা হয়।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: তফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদসহ তদন্ত কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যরা দীঘিনালার লারমা স্কয়ারে আগুনে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন। তারা ঘটনা সম্পর্কে অবহিত হন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহণ, সুধীজনের মতামত, ঘটনার ভিডিও ও পত্রপত্রিকার রিপোর্ট দেখে ঘটনার কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গঠিত এই তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে চুরির অভিযোগে এক বাঙালী যুবককে হত্যাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় চারজন নিহত ও বহু লোক আহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা