গণ-অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি শাহজাহান সাজু গ্রেফতার
- মুহাম্মদ হানিফ ভূঁইয়া, নোয়াখালী অফিস
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মো: আসিফ হত্যা মামলার অন্যতম আসামি মো: শাহজাহান সাজুকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-১১-এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শাহজাহান সাজু বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান।
জানা গেছে, গত ৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকায় মো: আসিফকে (২৪) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মো: শাহাজাহান সাজুকে আসামি করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিকে আমাদের কাছে এখন হস্তান্তর করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা