চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ অফিসারসহ আহত ৪
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯
পদোন্নতির পরীক্ষা দিয়ে পটিয়া থানায় ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি দাঁড়ানো ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সঙ্ঘর্ষে তিন পুলিশ অফিসার ও অটোরিকশাচালকসহ চারজন গুরুতর আহত হয়েছে।
আজ (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় আহত উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থোয়াই চাকমা নয়ন (৩০), উপ-পুলিশ পরিদর্শক খায়ের উদ্দিন ভূঁইয়া (৩০), উপ-পুলিশ পরিদর্শক জুয়েল সরকার (৩১) এবং চালক। এদের মধ্যে পুলিশ অফিসার তিনজনকে পটিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সিএনজি অটোরিকশা চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, মহাসড়কে চট্টমেট্রো ট ১১-৩৫০৯ নম্বর একটি ট্রাক টাকা মেরামতকালীন সময় পটিয়াগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টির উপর সজোরে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ অফিসারসহ চারজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ অফিসারদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা