২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা বীরশ্রেষ্ট সন্তান : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ - ছবি : সংগৃহীত

গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা বীরশ্রেষ্ট সন্তান, ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনে দ্বিতীয় শহীদ কক্সবাজারের পেকুয়ার সন্তান ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের মা-বাবার সাথে সাক্ষাৎ করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি ওয়াসিম আকরামের পরিবারের খোঁজ-খবর নেন এবং মা-বাবাকে শান্ত্বনা দেন।

তিনি বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়।

তিনি আরো বলেন, শহিদ আবু সাঈদ, ওয়াসিমদের মৃত্যু অর্থবহ। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি ঋণ পরিশোধের একমাত্র উপায়।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চট্টগ্রামের ষোলশহরে আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement