২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা, আসামি ১৭

তানজিম ছারোয়ার নির্জন - ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ডাকাত প্রতিরোধ অভিযানে ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চকরিয়া থানায় দু’টি মামলা করা হয় বলে বৃহস্পতিবার থানা সূত্রে জানা গেছে।

জানা গেছে, এ মামলায় বুধবারে আটক হওয়া ছয়জনকে আসামি করা হয়েছে। এ সময় দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

মামলা দুটির মধ্যে সেনা কর্মকর্তা হত্যায় বাদি হয়েছেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হারুনর রশীদ এবং অস্ত্র উদ্ধারের মামলায় বাদি হয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আলমগীর। দুই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে আটক হওয়া ছয়জনকে ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদেরকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।


আরো সংবাদ



premium cement
সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে : নোয়াব ‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

সকল