২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি

ইলিশভর্তি দুটি ট্রাক ত্রিপুরা গেছে - ছবি : নয়া দিগন্ত

অবশেষে ভারতে ইলিশ মাছ রফতানি শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠানের ইলিশভর্তি দুটি ট্রাক আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ভারতের ত্রিপুরায় প্রবেশের মধ্য দিয়ে এই রফতানি কার্যক্রম শুরু হয়।

আজ প্রায় সাড়ে ৭ হাজার কেজি ইলিশ মাছ ভারতে প্রবেশ করবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট আদনাল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো: আক্তার হোসেন জানান, তাদের এজেন্টের মাধ্যমে আখাউড়া স্থলবন্দরের দিয়ে বিডিএস করপোরেশন নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার তিন হাজার কেজি ইলিশ মাছ ভারতে রফতানি করছে। ভারতের ত্রিপুরায় এই মাছ নিচ্ছে সেখানকার হিমপ্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি রফতানি প্রতিষ্ঠান।

তিনি আরো জানান, আজ সিঅ্যান্ডএফ এজেন্ট এফএ এন্টারপ্রাইজের মাধ্যমে স্বর্নালী এন্টারপ্রাইজ নামে অপর একটি রফতানিকারক প্রতিষ্ঠান ভারতে রফতানি করেছে ৩ হাজার ৩১২ কেজি ইলিশ মাছ।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া জানায়, দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সন্ধ্যায় ইলিশ মাছ রফতানি শুরু হয়েছে। তবে ইলিশের গাড়ি বন্দরে দুপুর ১২টায় এলেও বন্দরের কাস্টমসের ছাড়পত্র না পাওয়ায় ভারতে রফতানি হতে সন্ধ্যা হয়।

তিনি আরো জানান, পূজা পর্যন্ত এখান দিয়ে ইলিশ মাছ নিয়মিত ভারতে রফতানি হতে পারে, যদি কাস্টমস সময়মত ছাড়পত্র দেয়।


আরো সংবাদ



premium cement