সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে চট্টগ্রাম জামায়াতের শোক
- চট্টগ্রাম ব্যুরো
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৯
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) তারা শোকবাণী দেন।
শোকবাণীতে তারা বলেন, ‘মরহুম রুহুল আমিন গাজী ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি সকল গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বোপরি তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও প্রজ্ঞাবান এবং দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম।’
তারা আরো বলেন, ‘মহান আল্লাহ মরহুম রুহুল আমিন গাজীকে ক্ষমা ও রহম করুন। তার গুণাসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।’
শোকবাণীতে চট্টগ্রাম জামায়াতের নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘মহান আল্লাহ তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ ডায়াবেটিক, ব্যাক পেইন, লবণ ঘাটতিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা