মুসলমান সবাইকে ভালোবাসে বলেই দেশে রক্তপাত হয়নি : তারেক মনোয়ার
- ফেনী অফিস
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১, আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে সীরাতুন্নবী সা. সম্মেলনে ইসলামীক স্কলার ও বক্তা মাওলানা তারেক মনোয়ার বলেছেন, ‘মুসলমান সবাইকে ভালোবাসে বলেই দেশে রক্তপাত হয়নি।’
বুধবার সকালে লক্ষ্মীয়ারা কুরআন পাঠক প্রচার পাঠাগারের উদ্যোগে লক্ষ্মীয়ারা ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে সীরাতুন্নবী সা. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক মনোয়ার বলেন, ‘রাসুলের সা. জীবন হলো সর্বোত্তম জীবানদর্শ রাসুলকে সা. ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। রাসুল সা. মাথায় রুমাল ও পাগড়ি ব্যবহার করতেন। তিনি মাথায় জৈতুন তৈল দিতেন, চোখে সুরমা, সুগন্ধি ব্যবহার করতেন। সাথে তলোয়ার রাখতেন। যুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন।’
এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ‘মাথায় পচন ধরলে দেশ ঠিক থাকে না। এজন্যই আল্লাহ তাদের তুলে নিয়েছেন। ভারতের জিনিস সব ভারতে চলে গেছে। এতদিন ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহু আকবার তাকবীর দিতে পারেনি। তাকবীর দিলে জামায়াত-শিবির বলা হতো। এ বিজয় মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলীদের বিজয়। তারা রক্ত দিয়ে সূচনা করেছেন। শুরুতেও শিবির, শেষেও শিবির। আওয়ামী লীগ সেক্রেটারি বলেছিল, তারা ক্ষমতা থেকে গেলে ১০ লাখ মানুষ মরবে।
মুসলমান সবাইকে ভালোবাসে বলেই কোনো রক্তপাত হয়নি। বহু শহীদের রক্তে রঞ্জিত হয়ে আছে ফেনী। ফেনীতে আমাকে ১২ বছর আসতে দেয়া হয়নি। বহু গায়েবি মামলা হয়েছে। অসংখ্য গুম-খুন হয়েছে। আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে।’
মাওলানা তারেক মনোয়ার বলেন, ‘এখন সুন্দর সময়। প্রতিদিন একজন মানুষের কাছে লা ইলাহা ইল্লাহর দাওয়াত পৌঁছে দিন। ৫০ বছর ধরে জামায়াতে ইসলামী এ কাজ করছে। মানুষের বিপদে-আপদে সবার আগে ছুটে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। চরমোনাই, তাবলিগ, ছারছিনা, খেলাফত, জমিয়তসহ সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। হিন্দুদেরও পাশে রাখবেন। সাধ্যমতো সহযোগিতা করবেন।’
উল্লেখ্য, পাঠাগারের উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল ওয়াদুদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, মাওলানা মামুন হোসাইন হাবিবী, ব্যবসায়ী ও সমাজসেবক শিব্বির আহম্মদ, শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ইয়াকুব ফারুকী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা