২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা - ফাইল ছবি

চট্টগ্রামের কোতোয়ালী থানায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২ শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো: তাফহীমুল ইসলাম এ মামলা করেন।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ ৭৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগসহ অজ্ঞাত আরো এক হাজার থেকে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে ফ্যাসিস্ট সরকারের দলীয় সশস্ত্র ক্যাডাররা অতর্কিত ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে। একপর্যায়ে তাফহীমের ডান হাতের কব্জিতে গুলি লাগলে গুরুতর জখম হন। এছাড়া আরো কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ ও গুরুতর জখম হয়। পরে তাদের মধ্যে কয়েকজন পঙ্গু হয়েছে বলে এফআইআর-এ উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement