২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় সেনা সদস্য তানজিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় সেনা সদস্য তানজিম হত্যার প্রতিবাদে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

চকরিয়ায় ডুলাহাজারায় সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত কর্তৃক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু হয়ে পৌরশহরের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন করেন। এ সময় সমাবেশে শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসী ও ডাকাতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শওকত আলীসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত ছাত্রপ্রতিনিধিসহ চকরিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চকরিয়া উপজেলায় ডুলাহাজারা ইউনিয়নের পুর্ব মাইজপাড়া এলাকায় সোমবার দিবাগত রাত আড়ায়টার সময় সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ডাকাত গ্রেফতারের সময় ডাকাত দলের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন সেনা সদস্য তানজিম।


আরো সংবাদ



premium cement